উঁচু গলায় কথা বলার সততার শক্তি বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছি

আলোকিত প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততার সাথে চলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। যে সংগঠন বঙ্গবন্ধু দিয়ে গেছেন, যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সততা সবচেয়ে বড় শক্তি। সততা দিয়েই যে কোন দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলা করা যায়। যে সততা উঁচু গলায় কথা বলার সাহস জোগায়, সততার এই শক্তি বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে অর্থনীতির মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।

আরও খবর