কাশিমপুর কারাগারে মৃত্যু পরোয়ানা শুনলেন মুফতি হান্নান
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।
পরোয়ানা শুনে তিনি আইনজীবীর মাধ্যমে রিভিউ করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার সকালে কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে আসে।
২০০৪ সালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলায় সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধশত আহত হন।
নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন ও কনস্টেবল রুবেল আহমেদসহ তিনজন।
গত বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসির আদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
অপর দুই আসামি হলেন হুজির সদস্য শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।