তুরাগ তীরে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক : লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর ভূমিতে এখন মুসল্লিদের ঢল।
দ্বিতীয় পর্বে ১৬টি জেলার মুসল্লিরা বৃহত্তম জমায়েতে যোগ দিচ্ছেন।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের হেদায়েতি উৎসব।
শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ান করেন ভারতের মাওলানা মো. আবদুর রহমান।
এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ও রাসুল (সা.)-এর নির্দেশিত পথে চলার তাগিদ দেওয়া হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান ও গাজীপুর পুলিশ সুপার হারুন-অর রশীদ সাংবাদিকদের জানান, মুসল্লিদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।