বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের প্রস্তুতি শুরু
আলোকিত প্রতিবেদক : ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৫৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩২৯ কোটি টাকা। এর সাথে যোগ হচ্ছে ২২০ কোটি টাকা।
জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে যাত্রী ও কার্গো পরিবহনের গুরুত্ব বিবেচনায় দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্য বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়নসহ অন্য বিমানবন্দরের সেফটি ও সিকিউরিটি ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।
মাদারীপুর, ঢাকার দোহার অথবা মুন্সিগঞ্জে ‘বঙ্গবন্ধু বিমানবন্দর’ নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।