শ্রীপুর পাইলট স্কুলে শোক ও গ্রেনেড হামলা দিবস পালিত
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
এ উপলক্ষে রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মনিরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সহ-সম্পাদক ও স্থানীয় সাংসদপুত্র অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন প্রমুখ।
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা তুলে ধরা হয়।