মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালালে যাবজ্জীবন

আলোকিত প্রতিবেদক : মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা প্রচারণা চালালে যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, কোন ব্যক্তি যদি ইলেকট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা আদালত কর্তৃক মীমাংসিত মুক্তিযুদ্ধের বিষয়াবলি বা জাতির পিতার বিরুদ্ধে যে কোন প্রচার প্রপাগান্ডা বা তাতে মদদ প্রদান করে তাহলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড, সর্বনিম্ন তিন বছরের কারাদন্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

আরও খবর