ভারত কারও দ্বারা আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ
আলোকিত প্রতিবেদক : পাকিস্তানের সাথে যুদ্ধ অনিবার্য হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্ক ইস্যুতে সংলাপে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের পুরনো ও বিশ্বস্ত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের অনেক অবদান রয়েছে। আমরা তা কোন দিন ভুলব না। তাই ভারত যদি কারও দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের পাশে থাকবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের সাথে আমাদের সীমানা নেই। পাকিস্তানকে আমরা ’৭১ সালে পরাজিত করে তাড়িয়ে দিয়েছি। তাদের নিয়ে আমাদের কোন মাথাব্যথাও নেই।