রাজশাহী সিটি মেয়র বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আলোকিত প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।
এ সময় আদালত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে ওই মামলা করে।