বঙ্গবন্ধুর সাহস ও ব্যক্তিত্বের সাথে কারও তুলনা হয় না : সৈয়দ আশরাফ

আলোকিত প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও ব্যক্তিত্বের সাথে অন্য কারও তুলনা হয় না। ছয় দফা আন্দোলনের মূল কথা ছিল আমরা একটি সম-অধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র চাই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশ যদি স্বাধীন না হত তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব ছিল না। আমাদের অধিকারের জন্যই পাকিস্তান রাষ্ট্রকে বিভক্ত করার প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু ধীরে ধীরে এই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ছয় দফা বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশের প্রতিটি জেলায় জনসভা করেন। আর সভায় গেলে তাকে গ্রেফতার করা হত।

আরও খবর