গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমির দাবির সত্যতা মিলেছে
আলোকিত প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় সাঁওতালদের জমির দাবির সত্যতা পাওয়া গেছে।
জমি নিয়ে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির গোপন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
প্রতিবেদনে সাঁওতালদের দাবির বিষয় অবহিত থাকার পরও চিনিকলের ম্যানেজার ও শিল্প সচিবের নীরব থাকার বিষয়টি ওঠে আসে।
রংপুর চিনিকলের নামে অধিগ্রহণ করা ওই জমি নিয়ে গত ৬ নভেম্বর সাঁওতালদের ওপর হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সাথে সংঘর্ষে জড়ান সাঁওতালরা।
এতে তিন সাঁওতাল নিহত ও চারজন গুলিবিদ্ধ হন।
গত ২৮ নভেম্বর ওই তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।