অবশেষে সাঁওতালদের মামলা : আসামি ৬০০, গ্রেফতার ৫
আলোকিত প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সাথে সাঁওতালদের সংঘর্ষের ১১ দিন পর মামলা নিয়েছে পুলিশ।
বুধবার রাতে স্বপন মুরমু বাদী হয়ে সাঁওতালদের পক্ষে মামলাটি করেন।
এতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিনজন সাঁওতালকে হত্যার অভিযোগ আনা হয়।
মামলার অজ্ঞাতনামা আসামি ৬০০। এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন উপজেলার চকরহিমাপুর গ্রামের মানিক সরকার ও বাদশা মিয়া, তরফকামাল গ্রামের চয়ন মিয়া এবং সাহেগঞ্জ গ্রামের আবদুর রশিদ ও শাহনেওয়াজ।
গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাঁওতাল প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।
সেখান থেকে পুলিশ প্রশাসনকে মামলা নিতে নির্দেশ দেওয়া হয়।