গোবিন্দগঞ্জে এমপি-ইউএনও ও চিনিকল এমডির বিরুদ্ধে সাঁওতালদের মামলা
আলোকিত প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউএনওসহ ৩২ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা করা হয়েছে।
শনিবার সাঁওতালদের পক্ষে থমাস হেমরম বাদী হয়ে থানায় এ মামলা করেন।
মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এতে সাঁওতালদের ওপর হামলা, উচ্ছেদ, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে মানুষ হত্যার অভিযোগ আনা হয়।
এ সময় মামলার বাদীকে সহায়তা করতে আইন ও সালিশ কেন্দ্র এবং ব্লাস্টসহ মানবাধিকার সংগঠনের ১০ সদস্যের প্রতিনিধি দল থানায় উপস্থিত ছিল।
এর আগে গত ১৬ নভেম্বর রাতে মুয়ালীপাড়ার স্বপন মরমু বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে একটি মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, মামলায় স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, রংপুর চিনিকলের এমডি আবদুল আউয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুল, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, ইক্ষু খামারের ম্যানেজার আবদুল মজিদ ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফুকুসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।