ফুলবাড়িয়ায় শিক্ষক নিহতের ঘটনায় ছেলেসহ এমপি ও ওসির বিরুদ্ধে মামলা
আলোকিত প্রতিবেদক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষে কলেজ শিক্ষক নিহতের ঘটনায় স্থানীয় সাংসদ, সাংসদের ছেলে ও থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
বুধবার ময়মনসিংহ আদালতে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণে দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন সাংসদ মোসলেম উদ্দিন, তার ছেলে ইমদাদুল হক, কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ওসি রিফাক খান, এসআই রফিকুল ও রতন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সাংসদ, তার ছেলে ও অধ্যক্ষের প্ররোচনায় পুলিশ কলেজের ভেতরে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে।
ওই সময় এসআই রফিকুল উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের বুকে লাথি মারেন।
শিক্ষকরা অ্যাম্বুলেন্স এনে আহত শিক্ষককে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধা দেয়।
পরে তাকে কোলে করে কলেজ থেকে বের করে ভ্যানে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।