ঝিনাইদহে জামায়াতের আমির গ্রেফতার : বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
আলোকিত প্রতিবেদক : ঝিনাইদহ জেলা জামায়াতের আমির নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের আবেদের হাট গ্রাম থেকে বৃহস্পতিবার রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে নিয়ে শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের দিশারী ইনস্টিটিউটে অভিযান চালায় পুলিশ।
এ সময় ১৫টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সংবাদ সম্মেলন করে জানান, জেলা জামায়াতের আমির নূর মোহাম্মদ দুটি নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।